উত্তরদিনাজপুর

ইটাহারের জাতীয় সড়কে পৃথক দুটি জায়গায় পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ৪০ জন

জাতীয় সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত ৪০ জন।  ঘটনাটি দুটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল সাতটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার  ইটাহার থানার গটলু মোড় এলাকায়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পাথর বোঝাই একটি ১০ চাকার ডাম্পার দাঁড়িয়েছিল তখন রায়গঞ্জমুখী একটি আম বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় পিকআপ ভ্যান চালকের। গুরুতর জখম হয় খালাসি। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে রায়গঞ্জ জেলা হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ, এরপর ক্রেনের সাহায্যে মৃত চালককে উদ্ধার করে গাড়ি দুটিকে উদ্ধার করে।  তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এর জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।  আশঙ্কাজনক অবস্থায় অন্য আরেকজনকে উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। পরে হাসপাতালে তারও মৃত্যু হয়৷

       পাশাপাশি এদিন আরেকটি পথ দুর্ঘটনা হয় জাতীয় সড়কে। এবার মালদা মূখী বেসরকারি বাস ও রায়গঞ্জ গামী লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের । আহত হয়েছে আরও ৪০ জন। ঘটনাটি ঘটেছে ইটাহারের গটলু মোড়ে এলাকা থেকে ১০০ মিটারের মধ্যে ৩৪ জাতীয় সড়কে। আহতদের চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে৷ । হাসপাতাল সুত্রে খবর, এর মধ্যে আরও ৪ জন যাত্রীর গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক৷ প্রত্যেকের চিকিৎসা চলছে।